ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরগুনায় হরতালের সমর্থনে ব্যবসায়ীদের মিছিল-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
বরগুনায় হরতালের সমর্থনে ব্যবসায়ীদের মিছিল-সমাবেশ

বরগুনা: বরগুনায় ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ব্যবসায়ীরা।

রোববার (১৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বরগুনা জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মো. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মো. জাহাঙ্গীর কবির বরগুনায় চলমান হরতালকে সফল করার জন্য ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে বলেন, কোনো সন্ত্রাসীদের আস্তানা বরগুনায় হবে না। তাই এ সন্ত্রাসী হামলার সঙ্গে যারা জড়িত সবাইকে বিচারের আওতায় না আনা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে।

তিনি আরো বলেন, আজ বিকেল চারটায় হরতাল শেষ করে সোমবার আবার সকাল আটটা থেকে পূর্ণ দিবস হরতাল পালন করার কথা রয়েছে। তবে রাতে প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা করে পরবর্তী সিদ্বান্ত গ্রহণ করা হবে।

এ সময় যেকোন সময় যেকোন প্রয়োজনে সন্ত্রাসীদের প্রতিহত করতে ব্যবসায়ীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

শনিবার চিহ্নিত সন্ত্রাসী অভিজিৎ তালুকদারের (অভি) নেতৃত্বে প্রিন্স, নয়ন, সোহেলসহ ১০-১২ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী শহরের তালুকদার ক্লথ স্টোর ও তাদের বসতবাড়িতে হামলা চালায়। এ ঘটনায় চারজন আহত হয়।

পরে তালুকদার ক্লথ স্টোরের মালিক শাহজাদা তালুকদারের ছোট ভাই শাহিন তালুকদার বাদী হয়ে বরগুনা সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত তিনজনকে গ্রেফতার করে। তবে ঘটনার মূল হোতা অভিজিৎ তালুকদার (অভি) এখনো পলাতক রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।