ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে বেকারি কারখানার জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
চাঁপাইনবাবগঞ্জে বেকারি কারখানার জরিমানা

রাজশাহী: রাজশাহীর পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানার শিবতলা (মালোপাড়া) এলাকার একটি বেকারি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৭ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৫ অভিযান চালানোর পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ জরিমানা করেন।



ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই এলাকার ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে কারখানার মালিক জাহাঙ্গীর হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এ সময় লক্ষাধিক টাকার মাল ধ্বংসও করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এসএস/টিআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।