ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
বরিশালে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: সন্ধ্যা নদীর বরিশালের শিকারপুর পয়েন্টে অভিযান চালিয়ে একটি বাল্কহেড (স্থানীয় ভাষায় বলগেট) থেকে প্রায় তিন কোটি টাকার শাড়ি ও থ্রিপিসসহ বিভিন্ন ধরনের পোশাক উদ্ধার করেছে কোস্টগার্ড।

রোববার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে চালানো এ অভিযানে ভারত থেকে চোরাই পথে পাচার করে আনা এসব পোশাক উদ্ধার করা হয়।



বাংলাদেশ কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আরিফ হোসেন জানান, উদ্ধার করা পোশাক বিকেলে বরিশালের ডিসি ঘাট সংলগ্ন কোস্টগার্ড স্টেশনে আনা হয়েছে। যার দাম প্রায় তিন কোটি টাকা।

অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।    

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এসআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।