ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সরিষা ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
বগুড়ায় সরিষা ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বাড়ির অদূরে একটি সরিষা ক্ষেত থেকে রোকেয়া বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে ধাপ-মোলামগাড়ী সড়কের নিমতলা মাদ্রাসা সংলগ্ন একটি সরিষা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।



নিহত রোকেয়া উপজেলার সদর ইউনিয়নের ধাপ উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুস সোবহানের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী বলে জানিয়েছে স্থানীয়রা জানিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে রোকেয়া বেগমকে পাওয়া যাচ্ছিল না। তার দুই সন্তানও পেশাগত কারণে বাড়িতে থাকেন না।

তাই প্রতিবেশীরাই তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু তাকে কোথাও যাওয়া যায়নি।

রোববার দুপুরে পাশের একটি সরিষা ক্ষেতে ওই নারীর মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোকেয়ার মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই তার মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এমবিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।