ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরিশালে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৬, জানুয়ারি ১৭, ২০১৬
বরিশালে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল: নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ ব্যবহারের দায়ে বরিশালে ছয় ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।

রোববার (১৭ জানুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী লুৎফুল হাসান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার এসব জরিমানার আদেশ দেন।



পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহার বন্ধে নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় মেসার্স শাওন স্টোরের মালিক শাওনকে ২ হাজার টাকা, মেসার্স শিল্পী রুটির ম্যানেজার সঞ্জয় মজুমদারকে ২ হাজার টাকা, মেসার্স সততা গৌরনদী মিষ্টান্ন ভাণ্ডারের ম্যানেজার অমল মণ্ডলকে ১ হাজার টাকা, মেসার্স শিকদার স্টোরের মালিক শওকত শিকদারকে ১ হাজার টাকা, মেসার্স আবু বক্কর স্টোরের মালিক বাদলকে ১ হাজার টাকা ও মেসার্স দোলা স্টোরের মালিক গোপাল চন্দ্র দে কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) এ এইচ এম রাশেদ, পরিদর্শক তোতা মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।