ঢাকা: গাজীপুরের একটি গার্মেন্টস থেকে লুট হওয়া অনুমানিক ৬০ লাখ টাকার মালামালসহ উজ্জ্বল হোসেন নামে সংঘবদ্ধ ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু করে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে মালামালসহ ওই ডাকাতকে গ্রেফতার করে র্যাব-১ এর সদস্যরা।
গ্রেফতার উজ্জ্বল হোসেন পাবনা আতাইকুলা থানার মৃত রমজান আলীর ছেলে। তিনি ঢাকার আশুলিয়া থানার পলাশবাড়ি নামাবাজারের মফিজ উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।
এ বিষয়ে র্যাব-১ এর কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বাংলানিউজকে জানান, ১৩ জানুয়ারি (বুধবার) অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন ও তার আশপাশের সিসিটিভির ভিডিও ফুটেজ পর্যালোচনা এবং বিভিন্ন গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
তিনি বলেন, আজ আমরা প্রাথমিকভাবে জানতে পারি কারখানার লুট করা মালামাল পরিবহনে যে কাভার্ড ভ্যান ব্যবহার করা হয়েছিল সেটি এবং ওই গাড়ির চালক আশুলিয়ার বাইপাইল মোড়ে অবস্থান করছে। পরে সেখান অভিযান চালিয়ে ওই কাভার্ড ভ্যানের চালক উজ্জ্বল হোসেনকে (২৮) গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, উজ্জ্বল হোসেনের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী ডাকাতি হওয়া বিপুল পরিমাণ মালামাল নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগ পূর্বনগর সাকিনস্থ হাজী ফয়জুর রহমান খন্দকারের টিনশেড বাড়ি থেকে উদ্ধার করা হয়।
ডাকাতির কাজে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এনএইচএফ/আরএইচএস/আরএ