ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে পর্দা নামলো এসএমই মেলার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
রাজশাহীতে পর্দা নামলো এসএমই মেলার

রাজশাহী: রাজশাহী নগর ভবনের গ্রীন প্লাজায় শেষ হলো পাঁচ দিনব্যাপী এসএসই মেলা। রোববার (১৭ জানুয়ারি) মেলার শেষ দিনেও ছিলো ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।



শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ অঞ্চলে অনেক উদ্যোক্তা রয়েছেন যারা মানসম্মত পণ্য উৎপাদন করেও প্রচারের অভাবে দাঁড়াতে পারছেন না। এসএমই ফাউন্ডেশন আয়োজিত এ পণ্য মেলা সে শূন্যতা পূরণ করবে।

সন্ধ্যায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক ফজলে রাব্বি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুনির হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক, রাজশাহী সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক গোলাম ফারুক, রাজশাহী বিসিকের ডিজিএম প্রকৌশলী আজহারুল ইসলাম, রাজশাহী নাসিবের সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।

এতে বিভিন্ন ক্যাটাগরিতে তিনজন উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়। প্রথম হয়েছেন নকশি বাড়ির রাবেয়া খাতুন, দ্বিতীয় হয়েছেন টক-ঝাল-মিষ্টি ঘরের নওবাহার। তৃতীয় হয়েছেন বুটিক হাউজের ফারহানা আক্তার।

এবারের মেলায় মেয়েদের ফ্যাশনের জন্যে বিভিন্ন ধরনের পাটজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, পোশাক, ডিজাইন ও ফ্যাশনওয়্যার, হ্যান্ডিক্র্যাফটস, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, গৃহস্থালী পণ্য এবং বিভিন্ন আইটি পণ্যের দোকানসহ মোট ৩৬টি এসএমই দোকান অংশগ্রহণ করেছিলো।

এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজার আব্বাস আলী জানান, সব ধরনের দোকানে ক্রেতা দর্শনার্থীদের ভিড় ছিলো চোখে পড়ার মতো। আশানুরূপ সাফল্য এসেছে মেলায়।

তিনি আরও বলেন, নারীদের উন্নয়নের জন্যে এই এসএমই। এ মেলার মাধ্যেমে নারী উদ্যোক্তারা আরো বেশি বিকশিত হবে। এ ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের আরও এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এসএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।