ঢাকা, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আখাউড়ায় নিখোঁজ কিশোরীর মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৮, জানুয়ারি ১৮, ২০১৬
আখাউড়ায় নিখোঁজ কিশোরীর মৃতদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নয়াদিল গ্রাম থেকে তাছলিমা আক্তার (১৬) নামে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ জানুয়ারি) রাত ৯টা থেকে সে নিখোঁজ ছিল।



সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তাছলিমা ওই গ্রামের খলিল মিয়ার মেয়ে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার জানান, রোববার রাত ৯টায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি তাছলিমা। অনেক খোঁজাখুঁজির পর সোমবার সকালে বাড়ির পাশের কৃষি জমিতে তার মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।
 
শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও নিহত কিশোরীর গলায় ওড়না পেঁচানো ছিল বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।