ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেব্রুয়ারির শুরুতেই এশিয়ান হাইওয়ে নির্মাণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
ফেব্রুয়ারির শুরুতেই এশিয়ান হাইওয়ে নির্মাণ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: আসছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই এশিয়ান হাইওয়ের নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কক্সবাজারের উখিয়ার ঘুমধুম থেকে কাজ শুরু হবে।



সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে কক্সবাজারের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এ সড়ক নির্মাণে ব্যয় হবে ৮৪ কোটি ৪৪ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়ন করবে সেনাবাহিনী।

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিদেশি অশুভ শক্তি সব সময় রয়েছে। কিন্তু এসব তোয়াক্কাই করেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা বিদেশি শক্তির চাপে মাথা নত করার মতো নেত্রী নয়। এর প্রমাণ অতীতে বহুবার দিয়েছেন তিনি।

মন্ত্রী বলেন,  বিএনপি যখন থেকে পেট্রোল বোমা সন্ত্রাস শুরু করেছে, তখন থেকে তাদের রাজনীতি চোরাবালিতে আটকে গেছে। সংলাপের জন্য দু’পক্ষকেই সমান হতে হয়। বিএনপি সেই আগের মতো শক্তিশালী নেই, যে তাদের সঙ্গে সংলাপ হবে।

মন্ত্রী আরও বলেন, জাতীয় বাজেটের অর্ধেক চাহিদা পূরণ করবে কক্সবাজার। এখানকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের কাজ দ্রুত শুরু করা হবে। প্রাথমিকভাবে জাইকা এই মহাসড়কে চারটি বড় বড় সেতু নির্মাণ করবে।

মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হবে ঘুমধুম-বালুখালী এশিয়ান হাইওয়ে সড়কের কাজ। মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রে ৪৪ কিলোমিটার একটি সংযোগ সেতুর কাজ সেপ্টেম্বরে শুরু হবে। এছাড়া তৃতীয় পর্যায়ে মেরিন সড়কের ৪৪ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০১৭ সালে মেরিন ড্রাইভ সড়কের কাজ সম্পন্ন হবে।

এছাড়া আরও একাধিক প্রকল্প একনেক ও উন্নয়ন প্রকল্প প্রস্তাবনায় (ডিপিপি) প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
পিসি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।