ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘ভূমিকম্প মোকাবেলার সঠিক প্রস্তুতি নেই’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
‘ভূমিকম্প মোকাবেলার সঠিক প্রস্তুতি নেই’ মেয়র আনিসুল হক

ঢাকা: ভুমিকম্পের ঝুঁকি মোকাবেলায় আমাদের সঠিক প্রস্তুতিও নেই বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

সোমবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে ‘‘ভূমিকম্প মোকাবেলা: আমাদের করণীয়’’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



বেসরকারি সংস্থা প্ল্যান  ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সিপ এর সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করে ডিএনসিসি।
 
মেয়র আসিনুল হক বলেন, ভূমিকম্প আমাদের কাছে নতুন অধ্যায়, ভূমিকম্পে ঢাকা শহরের কতগুলো ভবন ঝুঁকিতে রয়েছে তার কোনো সঠিক পরিসংখ্যান কারো কাছেই নেই।

তিনি বলেন, নানাবিধ দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের অভিজ্ঞতা অন্যদেশের তুলনায় অনেক সমৃদ্ধশীল। কিন্তু ভূমিকম্প মোকাবেলায় আমাদের সঠিক প্রস্তুতি নেই। আমাদের সঠিক কোনো পরিসংখ্যানও কারো কাছে নেই। বলা হয় বড় মাত্রার ভূমিকম্প হলে ৭০-৮০ লাখ ভবন  ঝুঁকির মধ্যে রয়েছে। কিন্তু এর সঠিক পরিসংখ্যান কত হবে সেটা জানা নেই। এজন্য ভূমিকম্প হলে আমাদের কি করণীয় সেসব বিষয় বেশি করে জানতে হবে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য আমরা দায়ী না হলেও ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় অন্যতম। উন্নয়ন করে তারা ক্ষতিগ্রস্ত হই আমরা। জলবায়ু পরিবর্তনের প্রভাব আমাদের নানাভাবে প্রভাবিত করছে।

মেয়র বলেন, বলা হচ্ছে জলবায়ুর ক্ষতিকর প্রভাবে বাংলাদেশের অনেকাংশ ডুবে যাবে। আমরা খুবই সন্ত্রস্ত, ভিত। তাই ভুমিকম্পে আমাদের করণীয় ঠিক করতেই আজকের এই কর্মশালা। সিটি করপোরেশনের মেয়র হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে নগরীর ঝুঁকি মোকাবেলায় কিছু করার। এজন্য সিটি করপোরেশনের সকল কর্মকর্তাদের বোঝার প্রয়োজন রয়েছে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনালের কান্ট্রি ডাইরেক্টর সেনায়েত গেব্রেজেবিয়ার।

কর্মশালায় ভূমিকম্প, নগরের ঝুঁকি এবং পরিণতি বিষয়ক আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর একেএম মাকসুদ কামাল। সাম্প্রতিক ভূমিকম্প, প্রশাসন ও সার্বিক সমন্বয়- নেপাল অভিজ্ঞতার আলোকে বিশ্লেষণ করবেন, মানবিক সাহায্য কর্মী, ভুমিকম্পে বিধ্বস্ত নেপালের সহায়তা কাজে অংশগ্রহণকারী শশাঙ্ক সাদী। এছাড়াও আরো তিনটি বিষয় নিয়ে কর্মশাল‍ায় আলোচনা করা হবে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এসএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।