ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে গৃহবধূ নার্গিস (২৮) হত্যাকাণ্ডের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিট্রন পুলিশ (ডিএমপি)।
রোববার (১৭ জানুয়ারি) দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, প্রতিবেশী ফারুক ইসলাম (৩০), মেহেদী হাসান (২৫) এবং মোহাম্মদ পারভেজ (২৪)। আটককৃতরা এম্ব্রয়েডারি কাজের সুবাদে একে অপরের সঙ্গে পরিচিত বলে জানা গেছে।
সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান লালবাগ ডিভিশনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মফিজ উদ্দিন আহম্মেদ।
তিনি জানান, আসামিরা হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন। তারা নার্গিসের হাত-পা বেঁধে পুরো মুখমণ্ডল ও মাথাসহ স্কচটেপ দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।
ডিসি জানান, নার্গিসের সঙ্গে প্রতিবেশী আসামি মেহেদীর আগে থেকেই সখ্যতা ছিলো। এই সখ্যতার সুযোগে মেহেদী তার দুই সহযোগী ফারুক ও পারভেজকে নিয়ে ওই গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে চায়। এমন প্রস্তাবে নার্গিস রাজি না হওয়ায় তাকে হত্যা করা হয়। নার্গিসের স্বামী ইব্রাহিম মোল্লা নীলক্ষেতে ফটোকপির দোকানে কাজ করেন।
তিনি আর জানান, আসামি ফারুককে কুমিল্লা থেকে, মেহেদীকে রাজধানীর কামরাঙ্গীরচর থেকে এবং পারভেজকে মাদারীপুর থেকে গ্রেফতার করে কামরাঙ্গীরচর থানা পুলিশ। তাদের কাছ থেকে ১টি মোবাইল সেট, ৩টি মুখোশ, ২টি স্বর্ণের চেইন এবং ১টি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়।
এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এস এম জাহাঙ্গীর আলম সরকার বিষয়টি নিশ্চিত করেন।
হত্যাকাণ্ডের পর নার্গিসের ভাই মোহাম্মদ জাহাঙ্গীর কামরাঙ্গীরচর থানায় হত্যা মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬/আপডেট: ১৫৪১ ঘণ্টা
এনএইচএফ/এমজেএফ