ঢাকা: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীরতর করতে, বিশেষ করে কৃষি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, নৌ-পরিবহন, সমুদ্র-বিজ্ঞান ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের দেশ ক্রোয়েশিয়া।
নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল, যিনি ক্রোয়েশিয়ারও দায়িত্বপ্রাপ্ত, রাজধানী জাগরেবে ক্রোয়েশিয়ার রাষ্ট্রপতি মিসেস কলিন্দা গ্রাবার কিতারোভিকের কাছে নিজের পরিচয়পত্র পেশ করতে গেলে তাঁদের মধ্যে এসব আলোচনা হয়।
সোমবার দি হেগে’র বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুক্রবার, ক্রোয়েশিয়ার বুকোভারের অষ্টাদশ শতাব্দীর ঐতিহাসিক প্রাসাদে রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল আনুষ্ঠানিকভাবে ক্রোয়েশিয়ার রাষ্ট্রপতির নিকট তাঁর পরিচয়পত্র পেশ করেন।
জানা যায়, ক্রোয়েশিয়ার রাষ্ট্রপতি দেশের সকল স্থানে বসবাসরত জনগণের কাছে পৌঁছানোর লক্ষ্যে সময়ের সাথে সাথে তাঁর কার্যালয় বিভিন্ন শহরে স্থানান্তর করে থাকেন। রাজধানী জাগরেব থেকে প্রায় ৩০০ কি.মি. দূরে বুকোভার শহরে অনুষ্ঠিত এই পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয় এবং পররাষ্ট্র ও ইউরোপ বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিচয়পত্র পেশ পরবর্তী বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত ক্রোয়েশিয়ার রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন। স্বাধীনতা ও আত্ম-মর্যাদা অর্জনের লড়াইয়ে ক্রোয়েশিয়া ও বাংলার জনগণের অভিন্ন মূল্যবোধের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত ক্রোয়েশিয়ার স্বাধীনতা সংগ্রামে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে বাংলাদেশের সেনাদের সম্পৃক্ততার কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে দু-দেশের বন্ধুত্বকে আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত বেলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার “রূপকল্প ২০২১” সম্পর্কে ক্রোয়েশিয়ার রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং ভবিষ্যতে উচ্চ পর্যায়ের সফর বিনিময় ও ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, পেশাজীবী ও সংস্কৃতি সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে অধিকতর সহযোগিতার মাধ্যমে দু-দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সঙ্কল্প ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত বেলাল বাংলাদেশের অব্যাহত উন্নয়ন অগ্রযাত্রা ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে সমাজে যে পার্থক্য রচিত হয়েছে তা স্বচক্ষে প্রত্যক্ষ করার জন্য পারস্পরিক সুবিধাজনক সময়ে ক্রোয়েশিয়ার রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফর করার আমন্ত্রণ জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্রোয়েশিয়ার রাষ্ট্রপতি বাংলাদেশের সাথে দ্বি-পাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে তার আগ্রহের কথা জানান এবং এ মাসের মধ্যে ক্রোয়েশিয়ার নতুন মন্ত্রিসভা গঠনের পর একজন মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ প্রেরণের আগ্রহ ব্যক্ত করেন।
রাষ্ট্রপতি কিতারোভিক বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য শুভেচ্ছা প্রেরণ করেন এবং বাংলাদেশের জনগণের জন্য ক্রোয়েশিয়ার জনগণের শুভকামনা পৌঁছে দেন।
ক্রোয়েশিয়া সফরকালে রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল ক্রোয়েশিয়ান চেম্বার অব ইকনমি সভাপতি লুকা বুরিলোভিকের সাথে বৈঠক করেন এবং দু-দেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধির উপায় ও করণীয় সম্পর্কে আলোচনা করেন।
রাষ্ট্রদূত এই আলোচনায় ক্রোয়েশিয়ার বাংলাদেশ থেকে অধিক পরিমাণে তৈরি পোশাক, ঔষধ, পাট ও পাটজাত দ্রব্য, সিরামিক পণ্য, হিমায়িত খাদ্য, চামড়াজাত পণ্য, হস্তশিল্প সামগ্রী প্রতিযোগিতামূলক মূল্যে আমদানির সম্ভাবনার কথা বিশেষভাবে তুলে ধরেন।
রাষ্ট্রদূত ও ক্রোয়েশিয়ান চেম্বার সভাপতি উভয়ই এক্ষেত্রে দু-দেশের চেম্বারের মধ্যে আনুষ্ঠানিক সহযোগিতার উপর জোর দেন এবং বেসরকারি খাতে উদ্যোক্তাদের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার বিষয়ে একমত হন।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
জেপি/আরআই