ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে বিটিসিএল কর্মচারীদের কর্মবিরতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
রাজশাহীতে বিটিসিএল কর্মচারীদের কর্মবিরতি

রাজশাহী: চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ ও পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন বিটিসিএল রাজশাহী আঞ্চলিক কমিটির মাস্টাররোল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির নেতাকর্মীরা।

সোমবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে মহানগরীর শালবাগান এলাকায় অবস্থিত বিটিসিএল রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।


 
চাকরি স্থায়ীকরণের দাবিতে আজ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত মাস্টাররোলে কর্মরত ২৫ জন কর্মচারী পূর্ণ কর্মদিবস কর্মবিরতি পালন করবে বলে জানান কর্মচারীরা।

বিক্ষুদ্ধ কর্মচারীরা জানান, ১৯৯৭ সাল থেকে তারা মাস্টাররোলে কর্মরত আছেন। যখন যে সরকার ক্ষমতায় আসে তখন সেই সরকার জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়ে থাকে। কিন্তু ক্ষমতায় আসলে আর হয় না। তাই তারা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন।

বিক্ষোভের এক পর্যায়ে কর্মচারীরা বিটিসিএল রাজশাহী আঞ্চলিক কমিটির জেলারেল ম্যানেজার জিয়াউল করিমের কাছে দাবিগুলো লিখিতভাবে জমা দেন।
এতে দাবি পূরণের জন্য তারা ৩১ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেধে দেন। এরমধ্যে যদি দাবি পুরণ না হলে আরো কঠোর কর্মসূচিতে যাবেন বলে হুঁশিয়ারি দেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।