ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
ঝিনাইদহে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন

ঝিনাইদহ: ৮ম জাতীয় বেতনস্কেল বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে জেলা শিক্ষক সমিতি।

সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় শহরের পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।



ঘষ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন- ঝিনাইদহ জেলা শিক্ষক সমিতির সভাপিত মহিউদ্দিন, শিক্ষক নেতা আব্দুল মোমিন, আলী কদর, আলমগীর হোসেন, রেজাউল ইসলাম, সালেহা বেগম, ফরিদা বেগম ও কৃপা সিন্দু বিশ্বাস প্রমুখ।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের আগের মতো শর্তহীনভাবে ৮ম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, টাইম স্কেল পুনর্বহাল, স্কেলের ৫০% বাড়ি ভাড়া, মেডিকেল ও ইনক্রিমেন্ট প্রদান, ২০১০ প্রণীত শিক্ষা নীতি দ্রুত বাস্তবায়ন, সংশোধিত জনবল কাঠামো বাস্তবায়ন, ১ বছরের মধ্যে অবসর ও কল্যাণ ভাতা প্রদান, নন-এমপিও ভুক্ত প্রতিষ্ঠান সমূহ দ্রুত এমপিওভুক্ত করণ এবং চাকরির বয়স ৬৫ বছরের উন্নীতকরণের দাবি জানান বক্তারা।

দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন শিক্ষকরা।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এসব দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়। এ কর্মসূচিতে জেলা ও উপজেলার বিভিন্ন বেসরকারি, স্কুল, কলেজ, মাদ্রাসার ৪ শতাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।