গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে বাল্যবিয়ের দায়ে ঘটক ও বরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- বর জেলার সাদুল্যাপুর উপজেলার তরফপাহাড়ী গ্রামের হাফিজার রহমানের ছেলে মাহাবুর (২২) ও ঘটক পলাশবাড়ী উপজেলার উদয়সাগর গ্রামের কবাজ উদ্দীনের ছেলে মোস্তাফিজার রহমান (৩৫)।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুরর রহমান বাংলানিউজকে জানান, রোববার (১৭ জানুয়ারি) রাতে উপজেলা সদরের উদয়সাগর গ্রামের মুনছুর আলীর মেয়ে আঞ্জু খাতুনের (১৩) সঙ্গে মাহাবুরের বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল।
খবর পেয়ে রাত ৯টার দিকে মুনছুর আলীর বাড়িতে অভিযান চালিয়ে বিয়ের ঘটক ও বরকে আটক করে থানায় আনা হয়।
পরে রাত ১০টার দিকে আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেন বরকে ১০ দিন ও ঘটকের ১ মাস কারাদণ্ড দেন।
সোমবার দুপুরে তাদের গাইবান্ধা জেলাকারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
পিসি/