ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর আরডি একাডেমির ৭ম শ্রেণির ২৩ ছাত্রী শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়লে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ওই শিক্ষার্থীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।
বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ের শিক্ষক সুশান্ত কুমার ভৌমিক বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, সকাল থেকে অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে স্কুলের কার্যক্রম চলছিল। ৫ম পিরিয়ডের পরে হঠাৎ শ্রেণিকক্ষে রিতু সাহা নামে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাকে প্রাথমিক চিকিৎসা দিতে দিতেই সামিয়া নামে আরেক ছাত্রী অসুস্থ হয়ে যায়।
শিক্ষক সুশান্ত কুমার ভৌমিক আরও বলেন, শ্রেণিকক্ষের সব ছাত্রী অসুস্থ হয়ে পড়তে পারে এমন আশঙ্কায় সবাইকে শ্রেণিকক্ষ থেকে বের করে স্কুল মাঠে নেওয়া হয়। ততক্ষণে বিদ্যালয়ের ২৩ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।
এ সময় শিক্ষার্থীরা শ্বাসকষ্টজনিত সমস্যার কথা বলে। তখন তাদের দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও জানান ওই শিক্ষক।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অভিক চৌধুরী বলেন, এটি একটি রোগ। যাকে মাস জেনারেল এনজাইটি ডিজওর্ডার বলে থাকে। মূলত এসব ক্ষেত্রে একজন অসুস্থ পড়লে তাকে দেখে অন্যরাও অসুস্থ হয়ে পড়ে।
হাসপাতালে ভর্তি হওয়া ওই ২৩ ছাত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে। সবাই আশঙ্কামুক্ত। তবে তাদের পর্যবেক্ষণে রাখতে হবে বলে জানান চিকিৎসক অভিক চৌধুরী।
বিদ্যালয়টির শিক্ষক গোপাল দত্ত বাংলানিউজকে বলেন, যে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে তারা সবাই ৭ম শ্রেণি (খ) শাখার ছাত্রী। এই শাখার মোট ৯০ ছাত্রীর মধ্যে ৭৭ জন শ্রেণিকক্ষে উপস্থিত ছিল।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬/আপডেট: ১৭৩৯ ঘণ্টা
আরকেবি/ওএইচ/এমজেএফ