ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে শিক্ষকদের মানববন্ধন-স্মারকলিপি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
ঈশ্বরদীতে শিক্ষকদের মানববন্ধন-স্মারকলিপি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈশ্বরদী (পাবনা): বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য শর্তহীনভাবে অষ্টম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন, পথসভা ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখা।

সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী শহরের রেলগেট জিরো পয়েন্টে এসব কর্মসূচি পালন করা হয়।



পথসভায় বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আয়নুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এমদাদুল হক, সহ সভাপতি ফজলুল হক, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, ঈশ্বরদী প্রেসক্লাবের সিনিয়র সহ সাধারণ সম্পাদক সেলিম সরদার, এস এম মডেল স্কুল অ্যান্ড কলেজের সহ অধ্যাপক শহীদুল হক শাহিন, ঈশ্বরদী মহিলা কলেজের প্রভাষক ইসমাইল হোসেন, সাবেক ছাত্রনেতা আসাদুর রহমান বীরু, শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে মিনহাজ উদ্দিন, মোস্তাফিজুর রহমান মহররম, আব্দুর রাজ্জাক, উম্মে হাবিবা মালা, মহিদুল ইসলাম খান প্রমুখ।

পথসভা সঞ্চালন করেন সমিতির যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রবি।

পথসভা শেষে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষকরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করেন।  

এ সময় উপজেলা পরিষদের সামনে শিক্ষক সমিতির এ আন্দোলনে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা প্যানেল চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া।  

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।