ঢাকা: মালয়েশিয়া থেকে ফেরার পথে স্বর্ণসহ বিমানবন্দরে আটক হয়েছিলেন আরিফ উল্লাহ মুন্সী (৩৬)। এ ঘটনায় শুল্ক গোয়েন্দা বিভাগের দায়ের করা মামলায় সোমবার (১৮ জানুয়ারি) তাকে আদালতে হাজির করে পুলিশ।
আদালতে হাজতখানার টয়লেটে গিয়ে তার কাছে পাওয়া গেল আরও তিন স্বর্ণের বার।
সোমবার দুপুরে ঢাকা সিএমএম আদালতে এ ঘটনা ঘটে। আসামি আরিফের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সুলতানপুর গ্রামে; তার বাবার নাম মোহাম্মদ উল্লাহ মুন্সী।
আদালতের হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ বাংলানিউজকে জানান, রাজধানীর বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় (নম্বর-১৮, ১/১৬) আরিফকে দুপুরে আদালতে হাজির করা হয়।
এ সময় তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ।
‘কিন্তু বেলা ২টার দিকে আদালতের হাজতখানায় বাথরুমে যান আরিফ। সেখান থেকে বের হয়ে তাকে কিছু লুকাতে দেখেন হাজতখানার কনস্টেবল শওকত। বিষয়টি আমাকে জানালে তাকে জিজ্ঞাসাবাদ করি। তিনি (আরিফ) স্বীকার করেছেন, মালয়েশিয়া থেকে ফেরার সময় পায়ুপথে ৩টি স্বর্ণের বার নিয়ে দেশে আসেন। হাজতখানায় বাথরুম চাপলে এক সঙ্গে ওই তিনটি বার বের হয়ে আসে। ’
আরিফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইউনূস খান।
এ ঘটনায় রাজধানীর কোতয়ালি থানায় আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি মুরাদ।
এর আগে রোববার (১৭ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরিফ উল্লাহ মুন্সীকে আটক করে শুল্ক গোয়েন্দা বিভাগ।
এ সময় তার কাছ থেকে তিনটি স্বর্ণের বার, এক বোতল বিদেশি মদ, ৬৮ কার্টন সিগারেট জব্দ করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় একটি মামলা করে শুল্ক গোয়েন্দা বিভাগ।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এমএ