ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ৮০ লাখ টাকার ভারতীয় থ্রি-পিস উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
সাতক্ষীরায় ৮০ লাখ টাকার ভারতীয় থ্রি-পিস উদ্ধার

সাতক্ষীরা: সাতক্ষীরায় ৮০ লাখ টাকা মূল্যের ৪ হাজার ভারতীয় থ্রি-পিস উদ্ধার করেছে টাস্কফোর্সের সদস্যরা।  
 
সোমবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কাটিয়া এলাকার শেখ শফিউল্লাহ মনির গোডাউনে অভিযান চালিয়ে এসব থ্রি-পিস উদ্ধার করা হয়।

 
 
সূত্র জানায়, সাতক্ষীরা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল ও সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোজাম্মেল হকের নেতৃত্বে টাস্কফোর্স শেখ শফিউল্লাহ মনির গোডাউনে অভিযান চালায়। এ সময় ওই গোডাউন থেকে ৪ হাজার পিস ভারতীয় থ্রি-পিস জব্দ করা হয়।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল বাংলানিউজকে জানান, জব্দ করা থ্রি-পিস বিজিবির দপ্তরে নেওয়া হয়েছে। সেখান থেকে কাস্টমসে জমা দেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।