ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে সামাজিক উদ্যোগ পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
রাজশাহীতে সামাজিক উদ্যোগ পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর সামাজিক উদ্যোগ পরিকল্পনা (ট্রেনিং অন সোসাল অ্যাকশন প্রজেক্ট) শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) কুকিজার হল রুমে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।



ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ও দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর পরিচালনায় প্রডিজি কর্মসূচির আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হয়।

এতে বাকশিমইল ইউনিয়নের ৩৬ জন স্বেচ্ছাব্রতী ইয়ুথ লিডার অংশ নেন।

প্রশিক্ষণে প্রকল্প ব্যবস্থাপনা কমিটি, প্রকল্প বাস্তবায়ন কমিটি, ব্যাংক হিসাবের মাধ্যমে আর্থিক লেনদেনের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি কার্যক্রম সফলতার সঙ্গে বাস্তবায়নের জন্য রিপোর্টিংয়ের ধারণা উপস্থাপন করা হয়।

এ সময় মোহনপুর উপজেলার ৩টি কমিউনিটি মৌগাছি, জাহানাবাদ ও বাকশিমইল ইউনিয়নে পরিচালিত টেকসই সামাজিক সম্প্রীতি, তথ্য অধিকার আইন এবং জনঅংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে কার্যকর ইউপি গড়ে তুলতে ওয়ার্ড সভা, নারীর প্রতি সকল সহিংসতা প্রতিরোধ ও প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হয়। একই সঙ্গে প্রশিক্ষণে পরিচালিত কার্যক্রমগুলো উপস্থাপন করার সঙ্গে, কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য ছয়মাস মেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হয়।

কর্মসূচি পরিচালনা করেন প্রডিজি কর্মসূচির ফিল্ড কোঅর্ডিনেটর (মনিটরিং ও অপারেশন্স) সুব্রত কুমার পাল।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।