নেত্রকোনা: নেত্রকোনায় সরকারি সিরিঞ্জ পাচারের দায়ে সিভিল সার্জন অফিসের স্টোরকিপার মো. আব্দুল রাশিদ ও তার দুই সহযোগীকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে নেত্রকোনা বিজ্ঞ ১ নং সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. সাদিক গোলাম সারওয়ার আসামিদের বিরুদ্ধে এ রায় দেন।
স্টোরকিপার রাশিদ নেত্রকোনা পৌর শহরের কাটলি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে এবং তার সহযোগী একই গ্রামের রুবেল মিয়া ও অন্য সহযোগী রিকসাচালক সাধন সরকার বলাইনগুয়া গ্রামের শৈলেন্দ্র সরকারের ছেলে।
মামলার বিবরণীতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশ ২০১০ সালের ৮ মার্চ বিকেলে সদর উপজেলার বালিবাজারে একটি রিকসা থেকে পাচারকৃত পাঁচ হাজার পিস (৫ এমএল) সিরিঞ্জ উদ্ধার করে। যার মূল্যমান ২৫ হাজার টাকা। পরে পাচারে সহযোগী রিকসা চালক সাধন, রুবেলসহ পাচারকারী রাশিদকে আটক করে ওই দিনই তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
পরে তদন্ত শেষে গোয়েন্দা (ডিবি) পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) আবুল কায়েস ওই বছরের ১৮ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) জি এম খান পাঠান বিমল ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ব্যোমকেশ ভট্টাচার্য।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
আরএ