ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে প্রকাশ্যে ধূমপান করায় ২০ জনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
কিশোরগঞ্জে প্রকাশ্যে ধূমপান করায় ২০ জনের জরিমানা ছবি: প্রতীকী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে পাবলিক প্লেসে ধূমপান করার দায়ে ২০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো. আক্তার জামীল।



জরিমানা প্রাপ্তরা হলেন-মিঠামইনের মোশারফ, রোকন মিয়া ও মাসুম মিয়া, ইটনার সুরুজ আলী, স্বপন ও আব্দুর রহিম, অষ্টগ্রামের মো. ফরিদ, হোসেনপুরের চাঁন মিয়া ও ইসমাইল, পাকুন্দিয়ার হাফিজ উদ্দিন, তাড়াইলের আবু ছিদ্দিক ও বাচ্চু মিয়া, করিমগঞ্জের আসাদ, কটিয়াদীর কাদির মিয়া, মো. ইসমাইল, ইব্রাহিম ও ইসমাইল মিয়া, কিশোরগঞ্জ সদরের আব্দুল আলী। এদের প্রত্যেককে ৫০ টাকা করে এবং পাকুন্দিয়ার হারুন মিয়া ও কিশোরগঞ্জ সদরের মামুনকে ১০০ টাকা জরিমানা করা হয়।
 
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো. আক্তার জামীল বাংলানিউজকে বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) সংশোধন আইন ২০১৩ ভঙ্গ করে তারা জেলা প্রশাসক কার্যালয় ও আদালত প্রাঙ্গণে ধূমপান করেছে এ কারণে তাদের জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।