ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
বরিশালে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

বরিশাল: চার ঘণ্টার ব্যবধানে বরিশাল নগরীর ওষুধ ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য শুরু করা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।

সোমবার (১৮ জানুয়ানি) দিবাগত রাত সাড়ে ১১টায় ধর্মঘট প্রত্যাহার করার বিষয়টি জানান স্থানীয় ফার্মেসি মালিকদের সংগঠন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য খলিলুর রহমান।



এর আগে স্থানীয় ব্যবসায়ী অরুণকে আটকের ঘটনায় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ফার্মেসি ওই সংগঠন অনির্দষ্টকালের ধর্মঘট শুরু করে।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, ব্যবসায়ী আটকের ঘটনা নিয়ে কোতোয়ালি মডেল থানায় নগরীর বিশিষ্ট চিকিৎসক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির নেতারা সভা করেন। সভায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ০৩১৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।