বরিশাল: ভালো বেতনের চাকুরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর নামে প্রতারণা করায় এক দম্পতিকে কারাদণ্ড দিয়েছেন বরিশালের একটি আদালত। স্বামী মজিদ হাওলাদারকে পাঁচ ও স্ত্রী তাজু বেগমকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (১৮ জানুয়ারি) বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তরুণ বাছাড় এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত দু’জনই মেহেন্দিগঞ্জের পূর্বকান্দি পশ্চিম পাড়ার বাসিন্দা।
একই সঙ্গে উভয়কে চার ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও চার ও পাঁচ মাস করে কারাদণ্ড ভোগ করতে হবে এ দম্পতিকে।
মামলার এজহার সূত্রে জানা যায়, ২০০৮ সালে মেহেন্দিগঞ্জের রমনাপুর গ্রামের বিল্লাহ হোসেনকে মিশরে ভালো বেতনের চাকুরি দেয়ার প্রলোভন দেখায় দন্ডপ্রাপ্তরা। ওই বছরের ২০ আগষ্ট ১ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেন স্বামী-স্ত্রী। এ ঘটনায় মামলা করেন প্রতারিত বিল্লাহ হোসেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে এই রায় হয়।
মেহেন্দিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত আকবর উভয়কে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিলে আদালত তিন জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।
বাংলাদেশ সময়: ০৪১৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
টিআই