ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে দরিদ্রদের মধ্যে জেলা ও দায়রা জজের শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
নীলফামারীতে দরিদ্রদের মধ্যে জেলা ও দায়রা জজের শীতবস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন নীলফামারী জেলা ও দায়রা জজ মাহমুদুল কবীর।

সোমবার (১৮ জানুয়ারি) রাতে জেলা শহর ছাড়াও ইউনিয়ন পর্যায়ে ছিন্নমুল মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।


 
বিতরণকালে নীলফামারী সদর আদালতের সিনিয়র সহকারী জজ হাবিবুর রহমান, সৈয়দপুর আদালতের সহকারী জজ ইসমাইল হোসাইন, কিশোরগঞ্জ আদালতের সহকারী জজ অমিত বিশ্বাস ও ডোমার আদালতের সহকারী জজ অলরাম কার্জি উপস্থিত ছিলেন।

জেলা ও দায়রা জজ আদালত সূত্র জানায়, জেলা শহর ছাড়াও টুপামারি, ইটাখোলা এবং পঞ্চপুকুর ইউনিয়নের বিভিন্ন মন্দির, মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং এর চারশ’ জনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
আরএ



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।