ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে ইউএনও’র অপসারণ দাবিতে মিছিল-সামাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
বকশীগঞ্জে ইউএনও’র অপসারণ দাবিতে মিছিল-সামাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস পারভীনের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ।

খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হলেও তিনি যেকোন মূল্যে বকশীগঞ্জে থাকার ঘোষণা দিলে মঙ্গলবার দুপুরে এ বিক্ষোভ মিছিল ও সামাবেশ করা হয়।



উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল পৌর এলাকায় নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে বকশীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মধ্য বাজারে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাবুল তালুকদার, ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদার, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজিব, যুবলীগ নেতা গোলাম কিবিরিয়া সুমন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন।

সমাবেশে বক্তরা দুর্নীতিবাজ ইউএনও নার্গিস পারভীনের দ্রুত অপসারণ দাবি করেন।

এর আগে ১৩ জানুয়ারি তাকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হলেও তিনি যেকোন মূল্যে বকশীগঞ্জে থাকার ঘোষণা দেন। এ কারণে ১৪ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুরূপ একটি বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ।

উক্ত বদলির আদেশ ঠেকাতে নানা ধরনের তৎপরতা চলালে মঙ্গলবার আবারও মিছিল করে উপজেলা আওয়ামী লীগ।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
আরএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।