ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শুধু আইন প্রয়োগে মাদকের বিস্তার রোধ সম্ভব নয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
শুধু আইন প্রয়োগে মাদকের বিস্তার রোধ সম্ভব নয় ছবি: রানা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শুধুমাত্র আইনের প্রয়োগ করে মাদকদ্রব্যের বিস্তার রোধ করা সম্ভব না। এজন্য দরকার সামাজিক আন্দোলন।

তা শুরু করতে হবে পরিবার থেকেই। সব পেশার মানুষকে সম্পৃক্ত করে সম্মিলিত প্রচেষ্টায় মাদকের বিস্তার রোধ করতে হবে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সপ্তাহব্যাপী মাদক বিরোধী বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক ।

ডিবেট ফর ডেমোক্রেসি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যৌথভাবে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে। মাদক বিরোধী এবারের উৎসবের স্লোগান হচ্ছে, ‘মাদকমুক্ত তরুণ প্রাণে, গড়ব দেশ যুক্তির গানে’।

আইজিপি বলেন,২০১৪ সালে পুলিশ, মাদকদ্রব্য অধিদপ্তর এবং অন্যান্য বাহিনী মিলে মোট ৪২ হাজার ৫০১টি মাদক সংক্রান্ত মামলা করেছে। শুধু পুলিশের পক্ষেই মামলা হয়েছে প্রায় ১৯ হাজার। ২০১৪ সালে সারাদেশে আটক করা হয়েছে ৫১ হাজার, ৬৯২ জনকে। ২০১৫ সালে আটক করা হয়েছে ৫৯ হাজার ৫৭৬ জনকে। শুধুমাত্র ইয়াবা উদ্ধার করা হয়েছে ১ কোটি ৩৪ লাখ ২৬ হাজার ২৮৭টি। ফেন্সিডিল উদ্ধার হয়েছে ৮৫ হাজারের বেশি।

কিন্তু আমরা মাদকের বিস্তার রোধ করতে পারিনি। এ কারণেই সামাজিক আন্দোলনের মাধ্যমের মাদক বিস্তার নিয়ন্ত্রণ করতে চাই এবং ব্যবহার বন্ধ করতে চাই।

‘সামাজিক অবক্ষয়ের কারণেই মাদকের অপব্যবহার বাড়ছে’ শীর্ষক উদ্বোধনী বিতর্ক প্রতিযোগিতায় ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ ও শহীদ স্মৃতি কলেজ অংশ নেয়।

এছাড়া সপ্তাহব্যাপী উৎসবে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, সাউথ পয়েন্ট কলেজ, ঢাকা কমার্স কলেজ ও ঢাকা ক্যান্ট. কলেজসহ ঢাকার খ্যাতনামা কলেজগুলো অংশগ্রহণ করছে।

অনুষ্ঠানে বিশেষ ‍অতিথি হিসেবে মাদক প্রতিরোধ ও সচেতনতামূলক বক্তব্য তুলে ধরেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরন।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এসএমএ/আরইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।