ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুই মডেলের মোটরবাইক আনলে হিরো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
দুই মডেলের মোটরবাইক আনলে হিরো ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্রাহকদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় ‘হিরো’ বাজারে নিয়ে এসেছে নতুন ও আধুনিক দু’টি মোটরবাইক।

স্প্লেন্ডার প্রো ও প্যাশন প্রো নামে নতুন দুই মোটরবাইকের বাংলাদেশের বাজারে আনার আনুষ্ঠানিক ঘোষণা দেন হিরোর বাংলাদেশের পরিবেশক নিটল নিলয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুসাব্বির আহমেদ।



মঙ্গলবার (১৯ জাতীয়) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবাদ সম্মেলনে মোটরবাইক দু’টি উন্মোচন করেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দ্য নিউ হিরো স্প্লেন্ডার প্রো মোটরবাইকের মূল্য ১ লাখ ৩৩ হাজার ৯শ’ ৯০ টাকা। ক্যান্ডি ব্লোজিং রেড ও ব্ল্যাক উইথ রেড দুই রঙে পাওয়া ‍যাবে এটি।

দ্য নিউ হিরো প্যাশন প্রো’র বাজার মূল্য ১ লাখ ৪৭ হাজার ৯শ’ ৯০ টাকা। এটি পাওয়া যাবে স্পোর্টস রেড, ব্ল্যাক উইথ স্পোর্টস রেড এবং ব্ল্যাক উইথ হেভি গ্রে এই তিন রঙে।

হিরোর বেশ কয়েকটি মডেলের মোটরবাইকে  আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাংবাদিকদের জন্য রয়েছে ৩০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়।

নিটল নিলয় গ্রুপের তেজগাঁও ও শান্তিনগর বিক্রয় কেন্দ্রে সাংবাদিকদের এ সুবিধা দেওয়া হবে।

মোটরবাইককে নিরাপদ যান উল্লেখ করে মোসাব্বের আহমেদ বলেন, বাংলাদেশের জন্য উপযোগী হিরোর পণ্যগুলো আমরা নিয়ে এসেছি। হিরোর মোট ১৯টি মডেলের মোটরবাইক থাকলেও চাহিদা অনুযায়ী সবচেয়ে উপযোগী পণ্যগুলোই বাজারজাত করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হিরোর এশিয়া অঞ্চলের প্রধান প্রবীর কুমার সাহা, কান্ট্রি হেড নিলাংশু নন্দী ও বাংলাদেশের প্রধান সেলস কর্মকর্তা বদরুদ্দোজা।

এদিকে, ছাড়ের সুবিধা থাকায় মোটারবাইক কিনতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন এক সাংবাদিক। কর্তৃপক্ষ বলছে, ৩০ শতাংশ নয় আমাদের অফারটি ৩০ হাজার টাকা মূল্য ছাড়ের। সংবাদ বিজ্ঞপ্তির প্রাথমিক তথ্যটি ভুল ছিল।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এফবি/এমইকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।