ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ১৭৫ মন জাটকা জব্দ, চার ব্যবসায়ীর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
ফরিদপুরে ১৭৫ মন জাটকা জব্দ, চার ব্যবসায়ীর কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা মাছ বাজারের আড়তে অভিযান চালিয়ে ১৭৫ মন জাটকা জব্দ করেছে ৠাব। এসময় অবৈধ চার মাছ ব্যবসায়ীকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত।

 

সোমবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ৠাব সদস্যরা জাটকাসহ তাদের আটক করে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে ফরিদপুর ৠাবের উপ-অধিনায়ক মেজর মোস্তফা কায়জার বাংলানিউজকে এ তথ্য জানান।

দণ্ডপ্রাপ্ত মাছ ব্যবসায়ীরা হলেন- মাসুদ রানা, আমির হোসেন, আলাল ঘরামী ও জামাল মাতুব্বর।

ফরিদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই জানান, জাটকা মাছ ব্যবসায়ীদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়ছে। আর জব্দকৃত জাটকা জেলার বিভিন্ন এতিমখানা ও বৃদ্ধাশ্রমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
আরকেবি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।