ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর আরডি একাডেমির অসুস্থ আরো ৩৩ ছাত্রীকে মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ নিয়ে ওই বিদ্যালয়ের মোট ৫৬ জন ছাত্রী মাস হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
বিদ্যালয়ের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক আবুল বাশার বাংলানিউজকে বলেন, সকালে শিক্ষার্থীরা নিয়মিতভাবে স্কুলে আসে। পৌনে দশটার দিকে অ্যাসেম্বিলি শুরু হলে সুমাইয়া আক্তার নামে ৬ষ্ঠ শ্রেণির একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এরপর সামান্য সময়ের মধ্যে আরো ৩২ জন ছাত্রী অসুস্থ হয়। পরে তাদের দ্রুত হাসপাতালে আনা হয়।
হাসপাতালে ভর্তি অষ্টম শ্রেণির বন্যা ও দশম শ্রেণির ছাত্রী সাগরিকা বলে, স্কুলে প্রবেশের পর থেকেই হালকা শ্বাসকষ্ট হচ্ছিল। পরে হঠাৎ করে তা আরো বেড়ে গেলেই অসুস্থ হয়ে পড়ি।
এর আগে সোমবার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বিদ্যালয়টির ৭ম শ্রেণির আরও ২৩ ছাত্রী শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়লে তাদেরকেও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ইউসুফ আলী বাংলানিউজকে বলেন, এটাকে মাস হিস্টিরিয়া বলা হয়। এতে সাধারণত ছাত্রীরাই বেশি আক্রান্ত হয়। তবে এতে ভয়ের কিছু নেই। খুব তাড়াতাড়ি সবাই সুস্থ হয়ে উঠবে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা জহিরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে ছাত্রীদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, আতঙ্কগ্রস্থ হওয়ার কোনো কারণ নেই। অসুস্থদের চিকিৎসা চলছে, খুব শিগগিরই সব ঠিক হয়ে যাবে।
উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যালয়টিতে বুধবার (২০ জানুয়ারি) ও বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দু’দিন ছুটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
আরকেবি/এএসআর