ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে অটোরিকশা শ্রমিক দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
সিলেটে অটোরিকশা শ্রমিক দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬

সিলেট: সিলেট নগরীতে সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক দু’গ্রুপের সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ৬ চালক আহত হয়েছেন।

রোববার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর আম্বরখানা দর্শন দেউড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের দু’টি গ্রুপের মধ্যে স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ বাধে। এতে উভয় গ্রুপের কয়েকজন নেতাকর্মী আহত হন।
 
এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় গ্রুপকে শান্ত করার চেষ্টা করে। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। জবাবে পুলিশও পাল্টা ফাঁকা গুলি ছুড়ে।  

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলানিউজকে বলেন, স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের দু’টি গ্রুপে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি সোহেল আহমদ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ