ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এনবিআর’র মামলা থেকে রেহাই পেলেন মিল্লাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এনবিআর’র মামলা থেকে রেহাই পেলেন মিল্লাত রশিদুজ্জামান মিল্লাত

ঢাকা: কর ফাঁকি দেওয়ার অভিযোগে বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য রশিদুজ্জামান মিল্লাতের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা মামলায় হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দিয়ে সোমবার (২৫ জানুয়ারি) এ রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ।



আদালতে মিল্লাতের পক্ষে শুনানি করেন- ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

মামলার নথি থেকে জানা গেছে, ২০০৭ সালের ৭ অক্টোবর এনবিআর’র উপ-কর কমিশনার মৃদুল কান্তি দাস মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, মিল্লাত চার কোটি ৫১ লাখ ১১ হাজার ৮০ টাকার ওপরে প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন। ১৯৮৭-৮৮ থেকে ২০০৫-০৬ করবর্ষে তিনি এই কর ফাঁকি দেন।

মামলায় মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার পর ২০০৭ সালের ২৮ নভেম্বর রায় ঘোষণা করেন সংসদ ভবনে অবস্থিত বিশেষ জজ আদালতের বিচারক।
 
রায়ে সম্পদ গোপন করায় মিল্লাতকে পাঁচ বছরের কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা করেন আদালত। একই সঙ্গে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেন।

এ রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১০ সালের ১৭ আগস্ট হাইকোর্ট মিল্লাতকে খালাস দেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে এনবিআর। আজ (সোমবার) এনবিআর’র আবেদন খারিজ করে দিয়ে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ।

ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বাংলানিউজকে বলেন, আদালত হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন। কারণ সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের করা একটি মামলা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। এক অভিযোগে দুই মামলা চলতে পারে না, এ যুক্তিতে আদালত তাকে খালাস দিয়েছেন।   

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
ইএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।