ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবৈধ ছিল ৬ প্রাণঘাতী পুবাইলের সেই কারখানাটি

মো. রাজীব সরকার, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
অবৈধ ছিল ৬ প্রাণঘাতী পুবাইলের সেই কারখানাটি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

গাজীপুর: ছয়টি তরতাজা প্রাণ কেড়ে নেওয়া গাজীপুরের পূবাইল এলাকার স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজের কারখানাটি পুরোপুরি অবৈধ ছিল। টায়ার থেকে তেল তৈরির ছাড়পত্রহীন কারখানাটি যে নিরাপত্তা ঝুঁকিতে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, সেই ঝুঁকিই ‘কাল’ হতে সময় নিল না কর্তৃপক্ষের অবহেলায়।



এলাকাবাসীর ক্ষোভ, গাজীপুরে এ ধরনের কোনো অবৈধ কারখানার অবস্থান নিয়ে সংশ্লিষ্ট পরিবেশ অধিদপ্তরের মাথা ব্যথা নেই। পরিবেশ অধিদপ্তর যদি আগে থেকে এ অবৈধ কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নিতো, তাহলে হয়তো এমন দুর্ঘটনার মুখোমুখি হতে হতো না। ‘বিশেষ সুবিধা’ পাওয়ায় পরিবেশ অধিদপ্তরের লোকজনও থাকে নিশ্চুপ। বারবার তাদের কাছে অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ ব্যাপারে গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সোনিয়া সুলতানা বাংলানিউজের কাছে দাবি করেন, পরিবেশ অধিদপ্তর থেকে কারখানাটিকে কোনো ছাড়পত্র দেওয়া হয়নি। উপরুন্ত কিছু দিন আগে ওই কারখানাকে জরিমানা করা হয়েছে।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম জানান, টায়ার থেকে তেল তৈরির স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজের কারখানাটির কোনো বৈধতা নেই। পুরোপুরি অবৈধ ছিল। কারখানাটির কোনো অনুমোদনই ছিল না। একটি কারখানা করতে যে ধরনের অনুমোদন দরকার তার কোনোটাই ছিল না এ প্রতিষ্ঠানের।

কারখানাটি প্রায় দেড় বছর আগে চালু করা হয়েছে। শিল্প কারখানা অধিদপ্তর, ফায়ার সার্ভিস, সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তরসহ কোনো সংস্থারই অনুমোদন ছিল না ওই কারখানাটির। যোগ করেন রাহেনুল।

গত ২৩ জানুয়ারি বিকেলে ওই কারখানার বয়লার বিস্ফোরণে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। পরদিন ২৪ জানুয়ারি ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন। বিস্ফোরণে দগ্ধ আরও দুইজন ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ০৬১৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।