ঢাকা: আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দফতর পরিদর্শন করেছেন নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৬ জানুয়ারি) ইউনূস সেন্টারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৪-২৫ জানুয়ারি সুইজারল্যান্ডের লজানে অবস্থিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দফতর পরিদর্শন করেন। এ সময় অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাক তাকে স্বাগত জানান।
প্রায় এক বছর আগে সাক্ষাৎকালে কমিটির সদর দফতর পরিদর্শন করতে টমাস বাক ড. ইউনূসকে আমন্ত্রণ জানান। ওই আমন্ত্রণে সাড়া দিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দফতর পরিদর্শন করেন তিনি।
সদর দফতরে পোঁছালে টমাস বাক প্রায় দু’ঘণ্টা ধরে ড. ইউনূসকে অলিম্পিক মিউজিয়াম ঘুরিয়ে দেখান। একই সঙ্গে মিউজিয়ামের প্রতিটি আইটেমের ইতিহাস ও গুরুত্ব ব্যাখ্যা করেন তিনি।
২০১৫ সালের সেপ্টেম্বরে অলিম্পিক সভাপতির দায়িত্ব নেওয়া টমাস বাক বলেন, মিউজিয়ামে অত্যন্ত মিথষ্ক্রিয়ামূলক ও তথ্য সমৃদ্ধ বিভিন্ন প্রদর্শনী রয়েছে।
অলিম্পিক ওয়ার্ল্ড এক্সিবিউশনে একজন দর্শক প্রাচীন অলিম্পিক গেমসের ইতিহাস ও ঊনবিংশ শতাব্দীতে আধুনিক অলিম্পিকের পূনর্জন্ম সম্পর্কেও জানতে পারবেন। বিশেষ প্রদর্শনীগুলোর মধ্যে বিভিন্ন অলিম্পিক মশাল ও উদ্বোধনী অনুষ্ঠানের ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো উল্লেখযোগ্য বলে জানান ১৯৭৬ সালে স্বর্ণ পদক জয়ী বাক।
আলোচনার এক পর্যায়ে ড. ইউনূস অলিম্পিক গেমসকে খেলাধুলার বাইরে একটি সামাজিক অভিগম্যতা দেওয়ার প্রস্তাব করেন।
অলিম্পিক গেমসের আয়োজক শহর বাছাইয়ের যোগ্যতা প্রমাণের প্রশ্নপত্রে শহরের বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে সামাজিক ব্যবসা সৃষ্টির উদ্যোগকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন তিনি।
প্রস্তাবে সহমত পোষণ করে ড. ইউনূসের ধারণা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করতে একটি দল গঠনের নির্দেশ দিয়েছেন সভাপতি টমাস বাক।
এ বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে দুইপক্ষের প্রতিনিধিরা শিগগির কাজ শুরু করবেন বলেও জানান তিনি। সফরকালে ড. ইউনূসের সঙ্গে ছিলেন ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ।
পৃথিবীর ২০০-রও বেশি জাতির অংশগ্রহণে অলিম্পিক গেমসকে বিশ্বের প্রধান ক্রীড়া প্রতিযোগিতার আসর বলে বিবেচনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
পিআর/এমএ/