ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উৎসবমুখর পরিবেশে দেশব্যাপী পৌর নির্বাচন হয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
উৎসবমুখর পরিবেশে দেশব্যাপী পৌর নির্বাচন হয়েছে

জাতীয় সংসদ ভবন থেকে: দেশে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে মত দিয়েছেন সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, নির্বাচনে মোট ৭৩ দশমিক ১৬ শতাংশ মানুষ ভোট দিয়েছেন।



মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদে সংরক্ষিত-৩০ আসনের সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, গত ৩০ ডিসেম্বর-২০১৫ সালে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে মোট ৭৩ দশমিক ১৬ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। দলীয় প্রতীকে অনুষ্ঠিত প্রথম পৌরসভা নির্বাচনে মোট ২০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে।
 
প্রথমবারের মতো দলীয়ভিত্তিতে মেয়র পদে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য পৌরসভা বিধিমালা-২০১৫ নতুন করে প্রণয়ন করা হয় বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, আচরণবিধি প্রতিপালনের বিষয়টি নিশ্চিত করার জন্য প্রার্থিতা প্রত্যাহারের পরের দিন থেকে প্রতিটি পৌরসভায় একজন করে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়।
 
আনিসুল হক বলেন, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচ্ছিন্ন ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ২৩৪টি পৌরসভার ৩৫৫৪টি ভোটকেন্দ্রের মধ্যে মাত্র ৫১টি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়।

পরবর্তীতে ওই সব বন্ধ ঘোষিত কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করা হয় বলেও উল্লেখ করেন তিনি।
 
ফিরোজপুর-৩ আসনের রুস্তম আলী ফরায়েজীর অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দেওয়ার বিধান রয়েছে। উক্ত নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয়ভাবে বরাদ্দ করা প্রতীক না দিয়ে অন্য কোনো প্রতীক দেওয়ার কোনো সিদ্ধান্ত আপাতত নির্বাচন কমিশনের নেই।
 
প্রশ্নকর্তা মন্ত্রীর কাছে জানতে চান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দেওয়া হলেও জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয়ভাবে বরাদ্দ করা প্রতীক না দিয়ে অন্য কোনো প্রতীক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে কিনা?
 
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসএম/আইএ

** অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসবে সংসদীয় কমিটি
** পল্লবীতে ডিএনসিসির নগর ভবন!
** দেখাইলেন মুরগি, দিলেন ডিম!
** খাল দখলের সুযোগ নেই
** চেয়ারম্যান-মেম্বারদের ভাতা বৃদ্ধির পরিকল্পনা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।