ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘পরিত্যক্ত জায়গায় সরকারি চাকরিজীবীদের ফ্ল্যাট দেবে রাজউক’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
‘পরিত্যক্ত জায়গায় সরকারি চাকরিজীবীদের ফ্ল্যাট দেবে রাজউক’ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

ঢাকা: রাজধানীতে পরিত্যক্ত জায়গায় বহুতল ভবন নির্মাণ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট দেবে রাজউক।

বুধবার (২৭ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুদকের গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ ঘোষনা দেন।



রাজউকের বিভিন্ন কার্যক্রমে হয়রানির শিকার ভুক্তভোগীদের নিয়ে বুধবার গণশুনানির আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মন্ত্রী বলেন, রাজউকের আওতাধীন যেসব পরিত্যক্ত সম্পত্তি রয়েছে, যেমন- স্বাধীনতার পরে যেসব পাকিস্তানি এ দেশ ছেড়ে চলে গেছে, তাদের পরিত্যক্ত জায়গাগুলোয় বহুতল ভবন নির্মাণ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, পরিত্যক্ত জায়গায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অ্যাপার্টমেন্ট তৈরি করলে দুর্নীতিবাজরা জায়গাগুলো দখল করতে পারবে না।

গণপূর্তমন্ত্রী বলেন, রাজউকের প্লট পরিবর্তনের সঙ্গে এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারী জড়িত। আমি ক্ষমতায় আসার পর এটা চেঞ্জ করেছি। এ ছাড়া বহু এমপি-মন্ত্রী আমার কাছে আসেন তাদের বরাদ্দকৃত প্লট পরিবর্তনের জন্য। আমি তাদের স্পষ্ট জানিয়ে দেই যে, তা করা যাবে না।

তিনি আরও বলেন, রাজউক কর্তৃপক্ষ সঠিকভাবে প্ল্যান করে। কিন্তু দেখা যায়, প্রতিটি বিল্ডিংয়ে তা ঠিকঠাক প্রয়োগ হচ্ছে না। প্রতিটি বাড়ি তৈরির ক্ষেত্রেই তো রাজউক ফিতা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। এক্ষেত্রে নাগরিকদেরই দায়িত্ব নিতে হবে।

‘তবে আমি মনে করি, জনবল কম হলেও আমাদের (রাজউক) অথরাইজড অফিসার আছেন, তাদের সেগুলো দেখা দরকার ছিল’, বলেন তিনি।

এর আগে বুধবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেলুন ওড়ানোর পর গণশুনানি কার্যক্রমের উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান। এরপর শান্তির পায়রা ওড়ান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু ও ড. নাসিরউদ্দীন আহমেদ, দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া, দুদক মহাপরিচালক জিয়াউদ্দীন আহমেদ, মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন, ঢাকা বিভাগীয় পরিচালক মো. নাসিম আনোয়ারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দুদক দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দেশব্যাপী গণশুনানি কার্যক্রম পরিচালনা করছে। জনগণ নাগরিক সনদ অনুযায়ী সেবা পাচ্ছে কি-না তা যাচাই করতে এ আয়োজন। এ লক্ষ্যে সকাল সোয়া ১০ টায় ওসমানি স্মৃতি মিলনায়তনে গণশুনানির কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এডিএ/আরএইচ

** রাজউকের সেবা বঞ্চিতদের নিয়ে দুদকের গণশুনানি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।