ঢাকা: বেসিক ব্যাংকের তদন্ত নিয়ে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তলবে সাড়া দিচ্ছে না দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় সংসদের পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলের এক নম্বর স্থায়ী কমিটির কক্ষে বেসিক ব্যাংক জালিয়াতির অভিযোগ অনুসন্ধানকারী কর্মকর্তাদের হাজির হওয়ার দিনক্ষণ থাকলেও দুদকের কোনো কর্মকর্তা সংসদীয় কমিটির ডাকে যাচ্ছেন না।
না যাওয়ার সিদ্ধান্তের বিষয়টি দুদকের দায়িত্বশীল সূত্র বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, দুদকের প্রধান নির্বাহীরা (কমিশন) না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। তারা মনে করছেন, আইনিভাবে দুদক স্বাধীন। তাই যাওয়া বা না যাওয়ার এখতিয়ার তাদের রয়েছে।
বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় এ বিষয়ে জানতে চাইলে দুদক কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পু সরাসরি উত্তর না দিয়ে বলেন, ‘এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই, নো কমেন্টস’।
তবে অনুসন্ধান সংশ্লিষ্ট দুদকের এক কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে বাংলানিউজকে বলেন, ‘কমিশন থেকে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি, তাই যাচ্ছি না’।
চলতি মাসের মাঝামাঝি দুদক সচিব আবু মো. মোস্তাফা কামাল বরাবর পাঠানো এক চিঠিতে দুদকের তদন্ত দলকে আগামী ২৮ জানুয়ারি সকাল ১১টায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে অর্থ মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটি।
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিব মোশতাক আহমদের সই করা (স্মারক নং- ১১.০০.০০০০.৭০৫.১৪.০০১.১৪.০৪) ওই চিঠিতে দুদকের তদন্ত কর্মকর্তাদের ২৮ জানুয়ারি বেলা ১১টায় জাতীয় সংসদের পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলের এক নম্বর স্থায়ী কমিটির কক্ষে হাজির হতে বলা হয়েছিলো।
কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক এর আগে সাংবাদিকদের বলেন, ‘দুদককে বা মামলার তদন্ত কর্মকর্তাকে সংসদীয় কমিটি ডাকতে পারে কি-না, সেটা নিয়ে কমিটিতে আলোচনা হয়েছে। কমিটি কার্যপ্রণালী বিধি পর্যালোচনা করে দেখেছে, দুদককে ডাকা যাবে’।
তার এমন বক্তব্যের প্রেক্ষিতে তখন দুদক কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পু গণমাধ্যমে বলেন, ‘দুদক স্বাধীন স্বশাসিত সংস্থা। এর জবাবদিহির কোনো জায়গা নেই। দুদককে তলব করার আগে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২০৩ ধারার আলোকে ও দুদক আইন ২০০৪ পাশাপাশি রেখে সিদ্ধান্ত নেওয়া সমীচীন হবে’।
বেসিক ব্যাংকের অনিয়ম, দুর্নীতি ও মামলাগুলোর স্বচ্ছতা নিয়ে দুদককে তলবের সিদ্ধান্ত নেয় অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ কমিটি মনে করে, পরিচালনা পর্ষদকে বাদ দিয়ে বেসিক ব্যাংক জালিয়াতিতে দুদকের মামলা প্রশ্নবিদ্ধ হয়েছে।
তবে দুদক তাদের এমন বক্তব্যের উত্তরে বলেছে, ব্যাংকটিতে দুর্নীতির বিষয়ে দুদক মামলা করেছে। মামলার পর এখন তদন্ত চলছে। তদন্ত পর্যায়ে সংসদীয় কমিটির আপত্তি তোলা সমীচীন হয়নি।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এডিএ/এএসআর
** দুদককে সংসদীয় কমিটির তলব