ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘রেলকে বেসরকারি খাতে দিতেই ভাড়া বৃদ্ধি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
‘রেলকে বেসরকারি খাতে দিতেই ভাড়া বৃদ্ধি’ ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রেলকে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত করে বেসরকারি খাতে দেওয়ার প্রেসক্রিপশন বাস্তবায়ন করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে এগারটায় ডিআরইউ মিলনায়তনে সংবাদ  সম্মেলনে এ অভিযোগ করে সংগঠনটি।



সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, আগামী ফেব্রুয়ারি মাস থেকে রেলের ভাড়া ৭ দশমিক ২৩ শতাংশ বাড়ানো হবে। বছর বছর ভাড়া বৃদ্ধি করা হলে যাত্রী কমবে, আয় কমবে। আর এভাবে রেলকে বেসরকারি খাতে দেওয়ার প্রেসক্রিপশন বাস্তবায়ন করা হচ্ছে।  

তিনি আরো অভিযোগ করেন, ২০০২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সাধারণ ট্রেনে সিটের তুলনায় টিকেট বিক্রির পরিমাণ ছিলো ৩৫ শতাংশ আর আন্তঃনগর ট্রেনে ছিলো ৮০ থেকে ৯০ শতাংশ, যা বর্তমানে কমে দাঁড়িয়েছে ৪১ দশমিক ৯ শতাংশ। রেলের উন্নয়ন প্রকল্পে দুর্নীতি অপচয়ের অভিযোগের শেষ নেই। চীন, ভারত থেকে ডেমু ট্রেন ও ইঞ্জিন কেনা বাবদ ৮৭৩ কোটা টাকা গচ্চা দেওয়ার অভিযোগ রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আনু মুহাম্মদ।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪
ইউএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ