রাজশাহী: নির্ধারিত সময়ের মধ্যই তামাকপণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী প্রকাশের দাবি জানিয়েছে তামাকবিরোধী মিডিয়া জোট ‘আত্মা’। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে আত্মা’র রাজশাহীর অঞ্চলিক সভায় এ দাবি জানানো হয়।
সভায় বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে সব ধরনের তামাকপণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর বিধান আগামী মার্চ থেকে বাধ্যতামূলক। কিন্তু এর কোনো উদ্যোগ এখনও পর্যন্ত নেই। বরং একে বিলম্বিত করার একটি কূটকৌশল তামাক কোম্পানির পক্ষ থেকে বলবৎ রয়েছে।
আইন লঙ্ঘন করে বিক্রয়কেন্দ্রে বিজ্ঞাপন, বিভিন্ন স্থানে একজন স্বনামধন্য টিভি ও মঞ্চ অভিনেতার উপস্থিতি ব্যবহার করে প্রশাসনের সহয়োগিতায় তামাকপণ্যের প্রকাশ্য বিপণন, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অবৈধ প্রচার প্রচারণা করলেও প্রশাসন তা বন্ধে যথেষ্ট উদ্যোগী নয় বলে সভায় উপস্থিত সদস্যরা জানান। তারা আইনের যথাযথ প্রয়োগে আরও বেশি সক্রিয় হওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট-এসিডির সভাকক্ষে সভাটি সঞ্চালনা করেন এসিডির প্রকল্প সমন্বয়কারী এহসানুর আমিন ইমন।
আত্মা’র সদস্য দৈনিক সোনালি সংবাদ পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডাবলু কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- আত্মা বিভাগীয় প্রতিনিধি ও বাসস প্রতিনিধি ড. আইনাল হক, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট শরীফ সুমন, নওগাঁ গণমানুষের কথা সম্পাদক আক্কাস আলী, এসএ টিভি চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আহসান হাবীব, খবরপত্র চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম, নাটোরের জনদেশ প্রতিনিধি মোবারক আলী, জয়পুরহাটের বাংলাদেশ টুডে প্রতিনিধি মাশরেকুল আলম, নতুন প্রভাত বার্তা সম্পাদক সোহেল মাহবুব, আমাদের রাজশাহী বার্তা সম্পাদক জিয়াউল হক, বাংলাভিশন রাজশাহী প্রতিনিধি পরিতোষ চৌধুরী আদিত্য, নিউএজ রাজশাহী প্রতিনিধি এসএম আতিক, দৈনিক রাজশাহী প্রতিনিধি শহিদুল ইসলাম, এসিডির প্রোগ্রাম অফিসার শরিফুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা আরও বলেন, তামাকের আগ্রাসন থেকে আগামী প্রজন্মকে বাঁচাতে এবং দেশকে টেকসই উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য তামাকের ব্যবহার নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই।
তামাক চাষের পরিধি বাড়াতে কোম্পানি প্রণোদনা দিলেও তা কমানোর জন্য যথেষ্ট প্রণোদনা কৃষি বিভাগের নেই।
এছাড়া শিশুদের কাছে তামাক পণ্য বিক্রয় ও প্রকাশ্য বিজ্ঞাপন হলেও আইন প্রয়োগের দুর্বলতার কারণে স্বাস্থ্য ক্ষতি কমছে না। সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী প্রচার হলে একদিকে তামাক গ্রহণের প্রবণতা কমবে, অন্যদিকে নতুনভাবে তামাক সেবনে উৎসাহ হারাবে বলে মন্তব্য করেন বক্তারা।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসএস/এএ