ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিজেম’র টিভি সংবাদ উপস্থাপনা কোর্সের সনদ বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
বিজেম’র টিভি সংবাদ উপস্থাপনা কোর্সের সনদ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেক্ট্রনিক মিডিয়া (বিজেম) পরিচালিত ‘টিভি সংবাদ উপস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) বিজেমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিজেম ইনস্টিটিটিউটের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান।

তিনি বলেন, সংবাদ উপস্থাপনা কোর্সের মধ্যদিয়ে তরুণ প্রজম্ম তাদের উপস্থাপনা দক্ষতা ও সৃষ্টিশীলতার উন্নয়ন সাধন করতে পারে।

বিজেমের নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (বেপজা) জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক নাজমা বিনতে আলমগীর ও বিজেমের সহকারী পরিচালক শামীমা নার্গিস।

সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের ২১ জন নারী শিক্ষার্থীসহ মোট ৪৭ জন শিক্ষার্থী কোর্সটিতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।