লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মাটি খুঁড়তে গিয়ে একটি পুরনো ‘ম্যাগনেটিক’ পিলারের সন্ধান মিলেছে। পিলারটি ঘিরে স্থানীয়দের মধ্যে উত্তেজনাও সৃষ্টি হয়।
কেউ কেউ এটিকে প্রাচীন মূল্যবান 'ম্যাগনেটিক’ পিলার বলে আখ্যায়িত করছেন।
শনিবার (৩০ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর শহরের গেঞ্জি হাটা রোডের একটি ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় শ্রমিকরা পিলারটির দেখতে পান।
এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হলে বিভিন্ন স্থান থেকে লোকজন পিলারটি দেখতে ভিড় জমান। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্ল্যাহ আল মামুন ভূঁইয়াও ঘটনাস্থল পরিদর্শন করেন।
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের বাংলানিউজকে জানান, মাটি খুঁড়তে গিয়ে একটি প্রাচীন পিলারের সন্ধান মেলে। এটি কিসের এবং কোন সময়ের পিলার সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
টিআই