রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
শনিবার (৩০ জানুয়ারি) সকালে ও দুপুরে উপজেলার মশুরী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ সংঘর্ষ হয়।
এদিকে, সংঘর্ষে পর থেকে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
আহতদের মধ্যে মোমেন মিয়া, শিক্ষক হুমায়ুন কবির, সামায়ুন কবির, মোশারফ হোসেন, সাহেরা বেগম, পারভিন আক্তার, হাজী আব্দুল রফিক, হাজী আওলাদ হোসেন, তৌফিক মিয়া, রুহুল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শুক্রবার সকালে মুশুরী এলাকার মোমেন মিয়া তার জমিতে ঘর নির্মাণ করতে গেলে একই এলাকার হাজী আব্দুল রফিক রাস্তার জন্য অন্তত ১০ ফুট জমি রেখে ঘর নির্মার্ণের জন্য চাপ দেন।
এ নিয়ে তাদের তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিকেলে স্থানীয়ভাবে মীমাংসার মাধ্যমে রাস্তার জন্য ৬ ফুট জমি রেখে ঘর নির্মাণ করতে বলা হয় তাকে।
শনিবার সকালে মোমেন মিয়া ঘর নির্মাণ করতে গেলে ফের দু’পক্ষের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে আহত কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দুপুর ১২টার দিকে সেখানেও উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই দফা সংঘর্ষে অন্তত ১২ জন আহত হন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এসআর