ঢাকা: পহেলা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় গ্রেফতার কামালকে ২ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৩১ জানুয়ারি) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তসরুজ্জামান এ নির্দেশ দেন।
এর আগে ঢাকার সিএমএম আদালতে হাজির করে তার জবানবন্দি রেকর্ড করার আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার দাস।
কিন্তু কামাল আদালতে জবানবন্দি দিতে অস্বীকার করায় তাকে কারগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
গত ২১ জানুয়ারি তাকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদ।
গত বছর ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজন নারীকে লাঞ্ছনার অভিযোগে এ মামলা করা হয়েছিল।
মামলাটির তদন্তে ৮ আসামিকে শনাক্তও করে পুলিশ। তাদের ধরিয়ে দিতে এক লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়।
কিন্তু আসামিদের নাম-ঠিকানা না পাওয়ায় গতবছর ২২ ডিসেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় ডিবি পুলিশ। আসামি গ্রেফতার হওয়ায় নতুন করে মামলাটি শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এমআই/এমএ