রাঙামাটি: রাঙামাটিতে দু’দিনব্যাপী হেডম্যান সম্মেলন শেষ হয়েছে।
রোববার (৩১ জানুয়ারি) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের আয়োজনে এতে সহযোগিতা করেন মানুষের জন্য ফাউন্ডেশন।
সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি শক্তিপদ ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য ঊষাতন তালুকদার।
এতে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক সামসুল আরেফিন, মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক ড. শামীম ইমাম, রাঙামাটি সদর উপজেলার চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশন বিজয় কেতন চাকমা, বোমাং সার্কেল হেডম্যান অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক উন্লিহা মারমা, খাগড়াছড়ি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা। অনুষ্ঠানের প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান।
অনুষ্ঠানে সংসদ সদস্য উষাতন তালুকদার বলেন, পার্বত্যাঞ্চলে হেডম্যান-কার্বারি প্রথা থাকুক তা অনেকেই চায় না। তারা চায় এ অঞ্চলে আমলাতন্ত্র শক্তিশালী থাকুক। ভূমি ব্যবস্থাকে কেন্দ্র করে এই পাহাড়ে অশান্তি লেগেই আছে, ভূমি সমস্যা সমাধান না করে এখানে উন্নয়ন সম্ভব নয়।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আরএ