ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সবক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন নারীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
সবক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন নারীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান বলেছেন, সংবিধানে সর্বক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ থাকলেও এদেশের নারীরা নানা বৈষম্যের শিকার হচ্ছেন। বৈষম্যমূলক আচরণের মূলে রয়েছে পুরুষের ওপর নারীর অর্থনৈতিক নির্ভরশীলতা।



রোববার (৩১ জানুয়ারি) বিকেলে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের উদ্যোগে স্থাপিত শিশু দিবাযত্ন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন গর্ভনর।

তিনি বলেন, শ্রম আইনে বলা আছে, চল্লিশ বা তার বেশি বয়সের নারী শ্রমিক নিয়োজিত আছেন এ ধরনের প্রতিষ্ঠানে তাদের ছয় বছরের কম বয়সী শিশুদের জন্য এক বা একাধিক উপযুক্ত কক্ষের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ করতে হবে। প্রায় চল্লিশ লাখ নারী শ্রমিক সমৃদ্ধ আমাদের প্রধান রপ্তানিখাত তৈরি পোশাক শিল্পসহ সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠানে শিশু দিবাযত্ন কেন্দ্র গড়ে ওঠেনি বললেই চলে।

গর্ভনর বলেন, নারীরা পরিবার তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে পুরুষের সমান অংশগ্রহণ করতে পারছেন না। ফলে তাদেরকে সবসময়ই পুরুষের ওপর নির্ভরশীল থেকে বঞ্চিত হতে হয়। এ অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের আরো বেশি অংশগ্রহণ। প্রয়োজন নারীর ক্ষমতায়ন বৃদ্ধি ও কর্মক্ষমতার পূর্ণ উপযোগ সৃষ্টি করা।

তিনি বলেন, নারীদের কর্মক্ষমতার পূর্ণ উপযোগ সৃষ্টি করতে অন্যতম বাধা কর্মজীবী মায়ের ছোট্ট শিশুটি। সময়মতো শিশুকে গোসল করানো ও খাবার খাওয়ানোর জন্য মায়ের মন সবসময় ব্যাকুল থাকে। তাই একজন মা যখন তার ছোট্ট শিশুটিকে কোনো নিরাপদ আশ্রয়ে রাখার নিশ্চয়তা পান না, তখন চাকরি করার ইচ্ছাটাও তার মরে যায়। তিনি কাজের জন্য ঘরের বাইরে যেতে চাইলেও যেতে পারেন না।

রাজধানীর দিলকুশায় আল আমিন সেন্টারে তেইশটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের যৌথ সিএসআর অর্থায়নে স্থাপিত শিশু দিবাযত্ন কেন্দ্রে ব্যাংকগুলোর কর্মকর্তাদের ৬ মাস থেকে ৮ বছর বয়সী শিশু সন্তানকে রাখা যাবে। চাহিদা বাড়লে পরিসর আরও বাড়ানো হবে।

শিশুদের জন্য দিবাযত্ন কেন্দ্র পরিচালনা ব্যয়ের ৭০ শতাংশ প্রদান করবে ব্যাংকগুলো। বাকি ৩০ শতাংশ দিতে হবে অভিভাবকদের।

এ সময় দিবাযত্ন কেন্দ্রের সমন্বয়ক যমুনা ব্যাংক লিমিটেডের ডিএমডি মীর্জা ইলিয়াস উদ্দিন আহমেদ এবিবির ভাইস-চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আব্দুল মান্নান, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরীসহ অন্য ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।