ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে সড়ক দুর্ঘটনায় কৃষক সমিতির ২৭ নেতাকর্মী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
যশোরে সড়ক দুর্ঘটনায় কৃষক সমিতির ২৭ নেতাকর্মী আহত ছবি: প্রতীকী

যশোর: যশোরে সড়ক দুর্ঘটনায় কৃষক সমিতির ২৭ নেতাকর্মী আহত হয়েছেন।

রোববার(৩১ জানুয়ারি) রাত ৮টার দিকে যশোর-নড়াইল সড়কের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গণি মিয়া বাংলানিউজকে জানান, নড়াইলের লোহাগড়ায় কৃষক সমিতির কেন্দ্রীয় সম্মেলন শেষে নেতাকর্মীরা যশোরের দিকে আসছিলেন। যশোর-নড়াইল সড়কের চাড়াভিটা এলাকায় পৌঁছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ২৭ জন আহত হন। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

আহতদের মধ্যে রংপুর, দিনাজপুর ও রাজশাহী এলাকার নেতাকর্মী রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।