ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীর রকিবুরের ফাঁসি স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
রাজশাহীর রকিবুরের ফাঁসি স্থগিত

ঢাকা: ধর্ষণ করে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজশাহীর গোদাগাড়ীর মো. রকিবুর ওরফে ওকিবুরের মৃত্যুদণ্ড আগামী ০৭ মার্চ পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
 
রোববার (৩১ জানুয়ারি) মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের পর চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেন।


 
একইসঙ্গে ৭ মার্চ রিভিউ আবেদনের শুনানির জন্য পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী খুরশীদ আলম খান।
 
এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ২০০৪ সালের ৮ আগস্ট রকিবুরকে মৃত্যুদণ্ডাদেশ দেন বিচারিক আদালত।
 
এ রায়ের বিরুদ্ধে জেল আপিল এবং মৃত্যুদণ্ড অনুমোদনের আবেদনের শুনানি শেষে ২০০৮ সালের ১৭ মার্চ বিচারিক আদালতের রায় বহাল রাখেন হাইকোর্ট।  
 
পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধেও আপিল করেন রকিকুর। ২০১৫ সালের ১২ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন। এ রায় গত ১৮ জানুয়ারি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে কর্তৃপক্ষ রকিবুরে পরিবারকে তার সঙ্গে সাক্ষাত করতে চিঠি দেন। এবং ফাঁসি কার্যকরের  জন্য ০৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
 
এ অবস্থায় আপিল বিভাগের রায়ের পুর্নবিবেচনা চেয়ে আবেদন করে রকিবুর।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।