গাজীপুর: গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হচ্ছে ঠোঁটকাটা ও তালুফাঁটা রোগীদের বিনামূল্যে অপারেশন।
গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ঢাকা ও আমেরিকার সানফ্রান্সিসকোর একটি সেবামূলক সংস্থা ‘অ্যালায়েন্স ফর স্মাইলস’ আয়োজিত দ্য আমেরিকান চিকিৎসক দলের মাধ্যমে ওইসব রোগীদের অপারেশন করা হবে।
গাজীপুর রোটারি ক্লাব ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় ১ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে। বিনামূল্যে ঠোঁটকাটা ও তালুফাঁটা সমস্যাজনিত যে কোনো বয়সী রোগীকে অপারেশন করা হবে এবং ওষুধ দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
বাংলাদেশ সময়: ০১৪০ ঘন্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
আরএইচ