ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশে ৭০ ভাগ, লন্ডনে ২৫ ভাগের বেশি হলেই শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
বাংলাদেশে ৭০ ভাগ, লন্ডনে ২৫ ভাগের বেশি হলেই শোকজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: একটি জরিপে দেখা গেছে, বাংলাদেশে যেকোনো হাসপাতালে প্রসব প্রক্রিয়ায় সিজারের হার ৭০ ভাগ। কিন্তু লন্ডনে এ হার ২৫ ভাগের ওপর হলে কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) দেওয়া হয়।



রোববার (৩১ জানুয়ারি) রাত ৮টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এ তথ্য জানান লন্ডনের রয়্যাল কলেজের গাইনি বিভাগের বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারপারসন ডা. রেহানা ইয়াসমিন জামান।

এ সময় তিনি আরও জানান, ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ কেয়ার সিস্টেমে নগরবাসীরা যে চিকিৎসা সুবিধা পান, প্রত্যন্ত অঞ্চলের মানুষজনও একই সুবিধা পান।

ডা. রেহানা ইয়াসমিন জামানের নেতৃত্বে চার সদস্যের একটি দল সাতদিনের সফরে বর্তমানে সাতক্ষীরায় অবস্থান করছেন। এই দলের বাকি তিন সদস্যরা হলেন, লন্ডনের রয়্যাল কলেজের গাইনি বিভাগের হেড নার্স নিকোলা জেন স্টিভেনসন, মিডওয়াইফ টেরি ল্যাননি ফাওলের ও চারলোটে অ্যাননি।

তারা ১ ফেব্রুয়ারি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসক-নার্স-মিডওয়াইফ ও ২ ফেব্রুয়ারি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করবেন। একইদিন তারা বেলা ১১টা থেকে সাতক্ষীরা শহরের মাহতাব উদ্দিন মেমোরিয়াল হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা দেবেন।

৩ ফেব্রুয়ারি নলতা হাসপাতালে, ৪ ফেব্রুয়ারি শ্যামনগর মাতৃসদনে চিকিৎসক-নার্স-মিডওয়াইফদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করবেন ও ৫ ফেব্রুয়ারি শ্যামনগরে বিনামূল্যে চিকিৎসা সেবা দেবে এই দল।

সফরের উদ্দেশ্য সম্পর্কে ডা. রেহানা ইয়াসমিন জামান বলেন, বাংলাদেশে প্রসূতি মায়েদের সেবা ও ডেলিভারির ক্ষেত্রে যেসব প্রক্রিয়া অবলম্বন করা হয়, সে সম্পর্কে জানতে ও লন্ডনে যেভাবে এসব প্রক্রিয়া সম্পন্ন করা হয়, তা জানাতে এখানে এসেছি আমরা।

বাংলাদেশ সময়: ০৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।