ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
পাঁচবিবিতে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালপাড়া গ্রামে অগ্নিদগ্ধ হয়ে আছিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

আছিয়া বেগম পাঁচবিবি উপজেলার শালপাড়া গ্রামের আব্দুল মালেকের স্ত্রী।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কিরণ কুমার বাংলানিউজকে জানান, রাতে আছিয়া বেগমের স্বামী আব্দুল মালেক লেপের মধ্যে শোয়া অবস্থায় ধুমপান করছিলেন। এ সময় তাদের বিড়ির আগুন লেপ কাঁথায় লেগে যায়। পরে রাতের কোনো এক সময় লেপ-কাঁথার আগুন থেকে আছিয়া বেগমের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
 
কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।